বহুদিন প্রতীক্ষায় ছিলাম প্রিয়তমা
আসি আসি করেও একবার এলে না।


নিরাশ হতে চেয়েছিলাম
পারিনি হৃদয়জ ভালোবাসায়।


ভিন্ন আশ্রয় সন্ধান করেছিলাম
ওমন উদাস শূন্য কি রাখা যায় মন?
কিন্তু তখন জানতে পারলাম,
মন দিলে আর ফিরিয়ে নেওয়া যায় না।
আচ্ছা, প্রিয়া, সত্যি করে বলো তো,
তোমারও কি এমন অনুভূতি জেগেছে কখনো?


তোমার দ্বারেই তাই ফিরে এলাম।
তবে তোমাকে পাওয়ার জন্য নয়।
মায়ার ডোরে জড়াবার জন্যও নয়।
এসেছি, অন্য কোথাও যেতে পারছি না বলে।


সেজন্য সমুখে গিয়ে আর বিরক্ত করিনি।
কেবল আড়াল থেকে তোমার পথে দৃষ্টি রেখেছি।
দেখতে চেয়েছি, আমার অবর্তমানেও তুমি
দিব্যি ভালো থাকতে পারো।


যেদিন তুমি নিশ্চিত হলে, আমি আর
তোমার সামনে ফুল নিয়ে দাঁড়াবো না।
ভালোবাসি বলে জ্বালাতন করবো না।
তুমি নতুন আশ্রয়ের সন্ধানে নেমেছিলে।


ইচ্ছে হয়েছিলো, তোমাকে বাধা দিই। কিন্তু
মনের বাঁধনে যাকে বাঁধা যায় না,
অনুরোধের দুর্বল কথনে তাকে রোধ করা সম্ভব?
তাই কিছু বলিনি। কেবল মনের কাছে প্রশ্ন রেখেছি,
তোমার ভালোবাসায় কি মিথ্যে ছিলো?


তুমি চলে গেলে। কান্নায় বুক ভেসে যেতে চেয়েছিলো।
আমি সংযমী হলাম। মনের সাথে বিবাদে জড়ালাম।
আমি কেন কাঁদবো? ভালোবাসা যদি যেতে চায়,
তাকে স্বানন্দেই তো যেতে দিতে হয়!


আমি আশ্চর্য হলাম। অনেক পথ মাড়িয়ে
ভুলে তুমি আমার ঠিকানায় ই চলে এলে।
অভিমানে তখন আমার বুক ভরে গেলো।
শক্ত ভাষায় বলে দিলাম, এটি ভুল ঠিকানা।
নিশ্চুপ তুমি আমার কঠোর মুখ পানে কতক্ষণ চেয়েছিলে।
‘তাই তো, আমি ভুল ঠিকানায় ই চলে এসেছি’ বলে
অতপর তুমি চলে গেলে। আচ্ছা, প্রিয়া, তুমি কি
সত্যিই ভুলে এ পথে চলে এলে?


ইচ্ছে হয়েছিলো, পেছন থেকে তোমাকে ডাক দিই,
প্রশ্ন করি, ভুলেই যদি এ পথে এসে থাকো,
ভুলেই কেন অন্য কোথাও যেতে পারোনি?
কিন্তু তখন এক চিনচিন বেদনা আমায়
বিধ্বস্ত করে ফেলেছিলো। আমি চিৎকার করে উঠি।


আশ্চর্য, ভুল ঠিকানা মেনে ফিরে যাওয়া তুমি
দৌঁড়ে আমার শিয়রে চলে এলে। আমি বললাম,
এমন নিষ্ঠুর মানবতা আমার প্রয়োজন নেই।


তুমি তখনো নিশ্চুপ ছিলে। কেবল অশ্রু ছলোছল চোখে
বলতে পারলে, আমার যে বড্ড প্রয়োজন!
অতপর তোমার দুকুচি অশ্রু বিন্দু আমার বুকে
আশ্রয় নিলো। যেভাবে আশ্রয় নেওয়ার কথা ছিলো তোমার।
আশ্চর্য, দুকুচি অশ্রু জলের এ কেমন শক্তি!
এক নিমীষেই আমার সকল যাতনা মুছে দিলো।


আমি জানতে চাইলাম, তবে এতদিন
এমন উপেক্ষা কেন দেখিয়েছিলে?
লজ্জা মাখা অম্ল মধুর কণ্ঠে তখন বলেছিলো,
আজকের মতো এমন কাছে পাওয়ার জন্য।


আমি নির্বাক হয়ে গেলাম। কেবল বলতে পারলাম,
সত্যি করে বলো, আমায় ছেড়ে
কখনো অন্য কোথাও যাবে না।