লু হাওয়া চারদিক
পথঘাট শান্ত,
বসে আছে লোকজন
নির্জীব ক্লান্ত।


তরীখানা রাতদিন
একভাবে চলছে,
মনভরে সেবা নিন
জনে জনে বলছে।


ফুল হয়ে কাজ করা
কয়জন পারছে,
তার মাঝে এই গুণ
দিন দিন বাড়ছে।


নদ-নদী গুণাগুণ
অর্জন করছে,
প্রতিদিন কিছু কিছু
সঞ্চয় গড়ছে।


নিদ মাঝে পেরেশান
কেউ বুঝি ডাকছে,
ছুটে গিয়ে তার দ্বারে
সেবা দিয়ে ঢাকছে।


সাফ খুব মন তার
বহুভাবে জেনেছি,
তার মতো খুব নেই
এই কথা মেনেছি।