শীতে শীতে কাঁপছে শহর
কাঁপছে সারা গ্রাম,
শীতের ভয়ে বসছে সবাই
করছে খড়ি তাম।


আগুন জ্বেলে নিচ্ছে সবাই
গরম গরম তাপ,
শীতল বায়ূর তালে তালে
বাড়ছে শীতের ধাপ।


কাঁপছে শিশু কাঁপছে বুড়ো
কাঁপছে পাড়া গাঁ,
শীতের পোশাক নেই বলে আজ
করছে সবাই খাঁ।


তীব্র শীতে কাঁপছে প্রবল
বস্তিপাড়ার ধন,
তোমার আমার সহায়তায়
বাঁচবে কতক্ষণ।


দুই তিনে নয়, পাঁচটি তোমার
অনেক প্রয়োজন,
একটি তবে তাদের দেয়ার
করো না কেন পণ?


দানে দানে কমবে না তো
তোমার অনেক ধন,
দানে বরং বাড়বে তোমার
দেখবে প্রতি ক্ষণ।


শীতের দিনে পোষের দিনে
খুঁজছো তুমি ছন্দ,
তোমার দানের অভাব জুড়ে
দিনটা তাদের মন্দ।


সবার মাঝে বেঁচে তুমি
সবার তরে হও,
দেখবে তুমি হৃদয় মাঝে
শান্তি কিরূপ পাও।


দালান-কোটায় শান্তি খুঁজে
হতাশ ফেরো রোজ,
অভাগাদের দানে তুমি
সুখের পাবে খোঁজ।