গাঁয়ে এখন শীত নেমেছে
পথ কুয়াশায় ঢাকা,
ঝিরিঝিরি বায়ুর দোলে
কাঁপে গাছের শাখা।
শীতের জামায় শীত মানে না
বেবাক লোকে কাঁপে,
সাতসকালে তবু সবাই
যায় ছুটে যায় চাপে।
কারো কাঁধে লাঙল-জোয়াল
কারো হাতে কাছি,
রস নিতে যায় খেজুর গাছে
গাঁয়ের সকল গাছি।