কোন আকাশে মেঘ জমেছে কোন জমিনে মরু,
কোন দেশেতে রাজার পাঠে হোৎকা দুটো গরু ?
কোথায় নারী হিটলারেরা জনগণের ঘাড়ে,
কোথায় গরীব জনগণের রক্ত শাড়ির পাড়ে ?
কোন দেশেতে পথের পরে শিক্ষিতরা ঘোরে,
কোথায় বলো চাকরি করে বিদ্যে বোঝায় চোরে?
কোন দেশেতে বিচারবিভাগ অবিচারের ঘাঁটি,
কোন দেশেতে ভোট নিয়ে নেয় উঁচিয়ে ধরে লাঠি?
কোথায় আছে পালের গোদার মিথ্যে ফাঁকা বুলি,
পুলিশ পালের সামনে বলো কোথায় চলে গুলি?
কোন দেশেতে ঋণের বোঝা  ষোল লক্ষ কোটি,
মাফ করে দেয় অনায়াসে কেলিয়ে দাঁতের পাটি?
সেই দেশের‌ই কৃষক-শ্রমিক ঋণের দায়ে মরে
পুলিশ এসে পা তুলে দেয় তাঁদের গলার পরে ।
আমরা যারা আপনারে সব তুলসী পাতা ভাবি
নিশ্চিন্তে চোরের হাতে দিয়েছি দেশের চাবি।
আজ‌ই না হয় কাল অথবা সামনে আছে দিন
শোধ করতে হবেই হবে দেশের তামাম ঋণ।
কোন ঘরেতে জন্ম তোমার কোথায় তোমার বাস ,
কোন অফিসের কর্মচারী কোথায় তোমার চাষ ?
এসব কথা ছেড়ে এসো সবাই মিলে ভাবি
কেমন করে ছিনতে পারি আমার দেশের চাবি।


২৫০৪২০২৪
কুলগাছি