আসলে ভালোবাসার অববাহিকায়
সংখ্যাগরিষ্ঠের বিচরণ,
কাব্যের ইমারতে কংক্রীট ভীত ৷
এর মাঝখানেই একটা উপত্যকা
এক আকাশ আশা নিয়ে;
থাকুক না রূপক বা অন্য গহনা
শুধু আমার প্রিয় রঙটা থাকলেই হয়;
ভৌগলিক ইতিহাস আছে, আবিস্কার আছে,
আমাদের রুদ্ধ করার মতো কানুন নেই
যদি, তাহলে বেআইন৷


তাই আমাদের প্রকল্পিত বাগানটা মরুদ্যান হবে,
শুধু তোমাকে হতে হবে তৃষ্ণার্ত মরুযাত্রী;
লোকমান হাকিমও রাখালি বিদ্যা জানতেন৷


জেনে রেখো! তোমার তীব্র তৃষ্ণা
আর আমার ইস্পিত কানন
সমান্তরাল এক গাণিতিক হিসাব ৷


২২১২২০১৭
দেবগ্রাম