আমার দৌড়ের দূরত্ব আহামরি বেশি নয়
সাময়িকী হাতে হাঁটি; দেখি অক্ষর বিন্যাস
প্রতিটা শব্দ আমাকে অপমান করে
উপনীত হ‌ই জমাটি অন্ধকারে
উপহাস লেখা পাতায় পাতায়, স্বরচিহ্নে
অপমানের কড়া প্রতিশোধ নিঝঝুম নীরবতা
খানিকটা ঝড়ের বেগে ভেবে নিই—
আকাশ নেমে এলে ভেসে যাবো কতদূর
পাতাগুলো তখন ঝরে যাবে কিনা
কতটা সবুজ হবে রোপিত চারা
অপমান যদিও মুছে যায় কালের নিয়মে
কিবোর্ড দেয় না তবুও আঙুলের অধিকার
আলোর স্বপ্ন দাফন করে নতমস্তক
হেঁট হয়ে সয়ে যাবে তাচ্ছিল্যের বাণ
সাময়িকীর ছত্রে কেবল আমার অপমান ।


১৯০৫২০১৯
কুলগাছি ।