সুরঞ্জিত বাগান বাড়ির ফটকে লেখা
শুকনো পাতার শৈত্য হরফে
কাফনের কথা সেদিন আমরা কেউই ভাবিনি ।


ইতোমধ্যে সাদা পোশাকে অনেকে চলে গেছে
রঙ বিহীন সে ইউনিফর্মের কোন কোড নেই
শীতের পাতারা আবার ঝরেছে...


নিগুঢ় নিয়তির কথা ভেবে
কেটে গেছে বহু সুখময় দিন, জাহেলি রাত
শেরপার জুতো চেয়ে দরবার করেছে কতবার
পায়ে পায়ে সন্ধ্যা নিয়ে পৌঁছয় কত লোক ।


সব সুর শেষ হয়, সব স্বপ্ন পড়ে থাকে
নীরব মহলের ছায়ায় । অনর্থক নদীর মোহনায়
দানা বাঁধে নতুন খোয়াবের অঙ্কুর ।


সুরঞ্জিত প্রাসাদ আরও প্রাচীন হয়
নানা ঋতুর গৌরবে মুখরিত সুরভির কোল
সমাধির উপর নবজাতক হাঁটে কেয়ামতের পথে ।


১৪০১২০২৪
কুলগাছি