সম্পর্কটা মধ্যপদলোপী সমাসের মতো
বর্ণের গৌরবে স্থবির মধ্য দুপুর
রাতের সামিয়ানার নিচে অন্ধকার প্রত্যয় ।


কয়েকটা দশক কিংবা বড়জোর শতাব্দী কাল
এই গোধূলির ভাঁজে কাব্য খুঁজে পাবে
কটু দৃষ্টি গেঁথে উপরে ওঠার সিঁড়িও ভেঙে পড়বে
বুকজোড়া আশার সমাধির উপর ।


বিক্রিত সংবাদ ধ্বংসের কাছাকাছি বসে
বিকৃত সভ্যতায় অলংকৃত হবে ।


জটিল সরলতায় দ্রবীভূত পূর্ব-উত্তর
ভারি দর্শন নামে জাহেলি মস্তকে, শরাবের আসরে
বৈভবের বৃত্তে পর্দানশীন ডুবে যায়
লোভাতুর আধুনিক বিজয়ীর মতো হাঁটে
ঠোঁট রাঙানো হিজাবির সাথে ।


দর্শনের কড়া ডোজে বাস্তবতা হারিয়ে যায়
অনাকাঙ্ক্ষিত সন্ধির সাথে বাঁচে বিবর্ণ সম্পর্ক ।


০৫০১২০২৪
চাপড়া, নদিয়া