এ কথা শোনার সময় বয়ে যায়নি
তোমার প্রতীক্ষা দীর্ঘ হবে না লাবণী
আমি চাই তোমাকে আর এক ফাল্গুনে
কিংবা শরতের দুধসাদা কাশবনে
যেখানে ইছামতী বয়ে যায় সকাল-সন্ধ্যায়
খেলা শেষে শিশু ফেরে গোধূলী আভায়
নদী তরঙ্গে নাচে পলাশের প্রতিচ্ছবি
প্রচন্ড তাপদাহে উঁকি দেয় করবী
চাষী সাজাল জ্বালায় গরুর বাথানে
মায়েরা আঁচল তোলে সন্ধ্যার আযানে৷


লাবণী, তোমার বিদেশী গন্ধ হতে পারে ব্লু
নীলপাড় শাড়ির মায়ার চেয়ে তা বেশি নয়
তোমার গ্রীন কার্ডে কর্পোরেটের ঝলকানি
আমার সবুজ ঘাসের উপর বিকেলের আনাগোনা
তোমার স্বাধীনতার চেয়ে আমার পরাধীন মা…
অনুশাসনের মাঝে সুবিশাল ছায়াদানী বট৷


লাবণী, এখনো প্রতীক্ষার বেলা বয়ে যায়নি
তুমি আসবে বাংলার লাবণ্যে মাধবী লতার মতো
এই বিতানে সুন্দরবনে হাজারো পাখির বোলে
কলাপাতার প্রাচীরের মাঝে আমার ছোট্ট কুঁড়ে
আজও আছে বহমান ইছামতীর কোল জুড়ে৷


২৬০৯২০২০
কুলগাছি