ওরা খানিক ভেবে বলুক মনস্থিত কথা
কোন শেয়ালের হুক্কাহুয়া মনে বাজে বেশি?
কোন নিয়মের ব্যতিক্রমে জেগে ওঠে ব্যথা?
সিদ্ধ-পোড়া আইন-কানুন দেশি না বিদেশি?


যে বস্তুবাদী মনেপ্রাণে, কখনো ভাববাদী
নীরবে যায় মাথা গুনে সংখ্যা কোথায় বেশি
জ্ঞানে-গুণে চৌকস প্রমাণিত সুবিধাবাদী
আড়চোখে দেখে ঠিকই গরীব প্রতিবেশী।


দিবস-যামী জাবর কাটে সরকারি পানে
কখনো উন্মত্ত কুদর্শনে জ্ঞান দীনতায়
নির্লজ্জ বৈপরীত্য সংলাপ; জানি না কী মানে?
সত্য গোপন ও মিথ্যা সৃষ্টি, থাকবে মাথায়।


অনর্থে অর্থোপার্জন করে এরা কোন জীবী?
বুদ্ধি ভ্রষ্টা, নিষ্ঠ চাটুকার নয়া বুদ্ধিজীবী।


২১০৯২০১৯
চাপড়া, নদিয়া।