ঘুমায় গ্রাম সবার আগে
প্রথম রাতের প্রথমভাগে
শহর থাকে জেগে,
নিদ্রা তাদের মধ্যরাতে
অলস মায়ের আলসেমিতে
নিদ্রা চোখে লেগে ।


গাঁ-গেরামের নিদ্রা টুটে
চাষীরা সব যাচ্ছে ছুটে
তুলতে হবে ফুল,
কেউ বা নিয়ে ওজুর পানি
পড়ে রবের কালামখানি
সেজদাতে মাশগুল।