বংশগতির পরিক্রমায় জন্মলগ্নে যাত্রা শুরু
যুগের জিজ্ঞাসা যুগান্তরে মিলে সমাধিস্থ হয়
রঙ্গমঞ্চ থেকে ছিন্ন হয় নাটকীয় অভিনয়
অথচ সামান্য পথ অতিক্রমে যাত্রী কল্পতরু।
অনেকগুলো চেতনার ভ্রান্তিতে প্রতিকূল পথ
অমরত্বের মিথ্যে অবকাঠামো দেহ-মন জুড়ে
সাদা-কালোর মিশ্রণ ছুটে চলে সব ছেড়ে ছুড়ে
কলিকালের আকাশ ভরে আছে নানা অভিমত।


সৃষ্টির আদিতে লেখা আয়ুষ্কাল অজানা ফলকে
রব যিনি আমাদের জীবনের,সারা জগতের
তিনিই দিয়েছেন খোঁজ সহজ-সরল পথের
শোন পথচারী,নিভে যাবে দ্বীপ চোখের পলকে।
শক্তি সামর্থ্যে যতই তুমি হও মস্ত বড় বীর
এ ক্ষণিকের যাত্রা পথে তুমি শুধুই মুসাফির।