জানি না কোনখানে তারা আছে কোন বন্দরে
কোন নদীর তটে আছে কোন গিরি কন্দরে
অতল ঘুমে কোথায় তারা পেতেছে বিছানা
বুক ভরা আশা নিয়ে খুঁজে চলেছো ঠিকানা।


নন্দিত কত কথাশিল্পীরা শব্দ নিয়ে খেলে
সব কবিতা অহেতুক লাগে রাত্রি পোহালে
অযথা চেতনায় চিত্ত চঞ্চল কেন হয়?
সত্য পেরিয়ে সর্বদা কেন মিথ্যে অভিনয়?


সকালের চোখ ক্লান্ত হয়ে সন্ধ্যার নিকটে
তবু দেখা মেলেনিকো তার সময়ের তটে
ক্লান্ত দেহে শ্রান্ত মননে বাইতে হবে তরী
কোথায় লুকিয়ে আছে তাঁর উত্তরাধিকারী।


প্রতীক্ষায় কাল কাটে কবে ফেরে স্বপ্নফেরী
মস্তকে হাত রেখে বলবে—আমিই পাঞ্জেরি।