আমার সহ-জ নাই আছে অগ্রজ অনুজ
মনের সামান্যতা আজ মরুজাহাজের কুঁজ ৷
জীবিকার টানে করেছি জীবনে কত বাসনা লয়,
নিশিকাল জাগি গল্পগ্রন্থ মাগি সময় করেছি ক্ষয় ৷
সেদিন ভ্রমণে এক শুভক্ষণে প্রশস্ত গল্পকার
সিদ্ধহস্ত যার, কলম চালাবার দক্ষ ছড়াকার ৷
আমার সিদ্ধ হস্তে, পারিনে লিখতে জুড়ে সর্গ
করেছি শপথ পাড়ি দেব পথ যতই হোক দুর্গ ৷
অবশ্য মন ভাবে সারাক্ষণ সবুজ গ্রাম দেখে
হয় কভু গড়া কবিতা-ছড়া নাগর হয়ে থেকে?
দন্ডবৎ শরীর নিয়ে হয়েছি যাদের উপবাসী
রক্ষিতা আমি সকল তাদের বড়ো ভালোবাসি ৷
অরুচি নেই গিন্নির হাতের রান্না পরমান্নে,
লোভ হত্যা করতে হয় শুধু অপরূপ লাবণ্যে ৷
এ সন্দেশে বন্ধুসকল আছে কিছুটা জানার
বাকি কথাটা বলুক দাদা সামসুল হুদা আনার ৷