মন তারে চায়নিকো বর্ষার দিনে
তবু এসে বলেছিলো বর্ষাতি কিনে,
মিনতি আমার শুধু তোমার চরণে
অবহেলা কোরোনাকো জ্ঞান বিতরণে ।
আশাহত বুকে হলো আশার সঞ্চার,
মনে গেঁথে করে গেছি জ্ঞানের বিস্তার ।
পড়াশোনা লেখালেখি এই করে ধ্যান
কাছে-দূরে যাকে পাই দিয়ে দিই জ্ঞান ।
কঠিন সত্য যখন বেজে গেছে সুরে,
কাছের মানুষগুলোও চলে গেছে দূরে ।
আজকে তুফান যখন আমার আলয়ে
সে তখন নীরবে গেছে কোথায় পালায়ে!
তাগুতের বর্ণে রঙিন আত্মীয়-স্বজন
আবেগের খেলাঘরে হাজারো সুজন ।
জ্ঞানের সুরেলা সুর বিষ লয় কানে
অজ্ঞতা অখিল প্রিয় সমধুর তানে ।
যতোই হ‌ও না তুমি শীতকালে কাঁথা
কিংবা অঝোর ধারায় বর্ষার ছাতা ;
জ্ঞানীর গৌরব শুধু সত্যের আকাশে
তোমার বর্ষাতি সেথা কেবলই ফ্যাকাসে ।


২৪০৫২০২১
কুলগাছি