ফুলগুলো সব শুকিয়ে গেছে কাঁদছে বসে মালী,
লিখতে গিয়ে দেখতে পেলাম ফুরিয়ে গেছে কালি।


সংখ্যা বুঝে মোড়ল মশায় রায় লিখে দেয় তার‌ই
পয়সা-কড়ি লোকপ্রভাব যার আছে বেশ ভারি ।


জ্ঞানজগতে জ্ঞানী সে-জন বেতন যে পায় বেশি
নেতা হ‌ওয়ার যোগ্যতা নয় থাকতে হবে পেশী ।


মন্ত্রী হতে মিথ্যাচার আর মুখোশ হলেই হবে
নীতির রাজা রাজনীতি তো চলেই গেছে কবে ।


প্রবঞ্চক আজ কুটনীতিবিদ প্রবঞ্চনাই পেশা
গরীব দেশের জনগণের রক্ত চোষার নেশা ।


লেখক হতে লিখতে হবে আবেগ ভরা বানী
ভাবখানা ঠিক এমন 'আমি অনেক কিছুই জানি' ।


প্রোফাইলে থাকলে লেখা লেখালেখিই হবি,
নারীর আবেগ নিংড়ে দিলেই তুমি সেরা কবি ।


এই যমানার অংশ হয়েই থাকতে হবে বেঁচে
যুগের সাথে তাল মিলিয়ে যেতেই হবে নেচে ।


ধ্বংস করতে পুষ্পকানন এক পেঁচাতেই চলে
স্বপ্নকানন হারিয়ে দেখি পেঁচা প্রতি ডালে ।


০৭০৫২০২৩
কুলগাছি