আমি শুধু প্রতিযোগী,
লক্ষ্য লক্ষ্যহীন গন্তব্যে
গ্রামগুলো খুব ছোট,
নগরটাও আহামরি বড়ো নয়;
এই ক্ষুদ্রতার মিথ্যায়
অতিক্রান্ত অপরিমিত এক স্বপ্ন৷


নীরবতা যদি অলঙ্কারই না হবে
তাহলে ব্যক্তিত্বের মর্যাদা কেন?
শুধু তোমাকে বলেছিলাম—
কাঁথা ভাঙা নৈশ ঘুমের তাৎপর্য
তুমি যত ছোটই ভাবো,
আমার লক্ষ্য আসলে
তার চেয়ে বেশি ৷


২৯০৪২০১৮
  কুলগাছি