যাকে অন্ধকার তরঙ্গে চিনেছিলাম
তাঁকে দেখার জন্য আলোর প্রয়োজন নেই
তার নিজস্ব কিছু উদ্যান আছে, অবারিত
তাই অনধিকার প্রবেশ বলে মনে হয়নি
সেখানে ডালিয়া কামিনি চন্দ্রমল্লিকা
বিবিধ গোলাপ বর্ণময় পুষ্পের সমারোহ


প্রতিটি পাঁপড়ির গায় জান্নাতি সংলাপ
চঞ্চল, উচ্ছ্বল নবযৌবনার মতো প্রাণবন্ত
অথচ গভীর সমুদ্রের অতলস্পর্শী দৃঢ়তা
আমি তাঁকে দেখেছি মানস সরোবরে
রোজকার মতো দেখি তার লালিত কানন
ভালোবাসি তার নির্মাণ আর অগণিত ফুল।


মন ভঞ্জনা দেয় গঞ্জনা অন্ধমূর্তি বলেছিল মোরে
বিশদ জানি না, নিশি ঢেউ আঘাত করেছে
জাগতিক বিভা বুঝি ডুবে যায় সেই সত্ত্বায়
অন্ধকার তরঙ্গে কেন বার বার ছুটে যায়


পুষ্পিত স্বপ্নে হারায় কালের অর্জিত মান
মালিনীর খোঁজে কুসুমপ্রেমী নয়া যমানার।


১০০৬২০১৯
চাপড়া