পাশবিকতার দৌড় শেষ হয়
রক্ত সংবহন গতি হারায়
প্রতিটি কোশ প্রাণ হারায়
সহমরণ ঘটে মানবতার ৷


আমরা জ্ঞান বন্টন করি
বিভিন্ন আঙ্গিকে জানিয়ে দিই
অপরাধের মাত্রা ও পরিমাণ
ঠিক তখনি শ্রাদ্ধ হয় ন্যায়ের ৷


আদালত চত্তর ধ্বনিত জয়…
খুনির জন্য, ধর্ষকের জন্য
ঠোট থেকে নির্গত কেবল উপহাস
যদিও মনে হয় দরদে ভেজা ৷


যেটুকু ইনসাফ মনে হয়—
তার কিছুটা বুদ্ধিজীবির লালা
কিছুটা ইতিহাসে থিতু হওয়ার সাধ
বাকি বেশিটাই শেয়ালের ঘরে ৷


আসিফা ক্ষমা কর মা আমার
যদি কখনো মানুষ জন্মায়
আমরা তারই অনন্ত প্রতীক্ষায়
আমরা তো ঠিক পশুর পরেই ৷


( আট বছরের মেয়েকে মন্দিরের মধ্যে পুরোহিত, তার নিজ পুত্র, ভাগ্নে, পুলিশ সম্মিলিত ভাবে ধর্ষন করে পাশবিক অত্যাচারের পর মাথায় পাথরের আঘাতে মর্মান্তিক মৃত্যু ঘটায়৷ সেই প্রেক্ষীতে 'মানব সংকট' কবিতাটি)