মনের দোলায় শরীরে ঢেউ উঠেছে
পৃথিবীর ফুল সজ্জায় থমকে গেছে কর্মঠ পা
বরফের স্তর ভেঙে পৌঁছতে চায়
যমানার অস্থির মুসাফির
পাথরের যেখানে গুহা কিংবা আরও উচ্চতায়
যেখানে ধ্বস নেমে নির্মিত হয়
শেরপার কালজয়ী উপকথার ইমারত ।


মনের হীনতায় কত কথা ভেঙে গেছে
ভেসে গেছে অনামী নদীর কোলে তরঙ্গে তরঙ্গে
আকাশের গায়ে ঋক্ষের টিকা প্রতি রাতে
নিয়মিত হারায় প্রভা প্রতিটা প্রভাতে
তবুও না আসে যদি মন-মগজ-চেতনায়
বিচিত্র ঢেউয়ের কথা না আসে ভাবনায়
তাহলে হিদায়েত কেবল ব্যর্থতার ট্রাজেডি ।


অতঃপর নিভে যায় সান্ধ্য তারকার মেলা
ঝরে যায় সজ্জিত ফুল পৃথিবীর সব খেলা
আর‌ও গহিন অন্ধকারে কিংবা তারও নিচে
হিদায়েত সমাহিত হয় কালের গহ্বরে
মুসাফির থেমে যায় তার বরাদ্দ কবরে ।


২৪০৭২০২১
কুলগাছি