নামের ভার বয়ে যাবে এপার বাংলা
সব অলংকার খুলেও সুন্দর তুমি
যখন দেখি তুমি খুলে আছো জানালা;
যে অবয়ব আঁকি কল্পনায়, সে সুমি।
রজত কান্তি কিংবা কাশ্মিরী টিউলিপ
হয়ে বসে অবারিত খিড়কির ধারে
যেন নিকষ আঁধারে জ্বলে আছে দ্বীপ
অসংখ্য সংলাপ স্থবীর মম অন্তরে।


আঁখি ভরে আছে হয়তো নীলাঞ্জনায়
নিশিথের নৈঋত বায়ু বয় মননে
স্থির মূর্তি অচেনা কবির কবিতায়
সুমি তুমি আছো ঐ সুবিশাল গগনে।
প্রেমিকা নাই বা হলে প্রিয়তার রঙে
তোমাকো আঁকবো আমি আপনার ঢঙে।