অনুভূতির সবটাই যদি মোহ হয়
তাহলে বেঁচে থাকা এক চুড়ান্ত মিথ্যা
নতুন রঙগুলোর নাম জানি না…
সৌন্দর্য আর মানসিক অবসাদের
সমতা বিধান করে ঐ বর্ণবৈচিত্র ৷


অনুতাপের তাপ বিকিরণ হয়েছে
তাই, তাওবা এখন সূরা হয়ে আছে,
আর বিষধর সাপ ধরে আছে প্রেম
তারপর একদিন তপ্ত হয় অনুতাপ
খুব ইচ্ছে হয় তাওবার পথে হাঁটার ৷


মোহগুলো আজ আর মায়াবী নয়
অজানা রঙগুলো ধূসর, বড়ো বিবর্ণ
অথচ তারাই ভিড় করে রাস্তায়
তখন আরো অচেনা লাগে চেনা পথ
পৌঁছনো হয় না গন্তব্যে, তাওবার ঘরে ৷


২৫০৪২০১৮
দেবগ্রাম
(আল-ওয়াদি পত্রিকায় প্রকাশিত)