আর‌ও সুন্দর কিছু ভেবে
হেঁটে গেছি অনেকের মতো
মনজুড়ে ভাবনার ইমারতে গড়া
জগতের নানা ছবি ছিল শত শত
সে চিত্র ছিল কেবল‌ই আমার সজনীর মতো ।


শীতের ঘোমটার আড়ালে
ঝরে যাওয়া শুকনো পাতায়
কিছু ইতিহাস জনতার অলক্ষ্যে
আমার গোপনাঙ্গে সযত্নে সাজানো।


এই শীতের মূর্ছনায় উঁকি দেয়
একটা আকাশ স্মৃতির তারকায় ভরে
ভোরের কুয়াশা কিংবা দূর্বার শিশির দানা
সব‌ই ভাঁজ করে রাখা সেই আলনায়
যেখানে তোমার প্রবেশ নিষেধ।


২১১২২০২৩
চাপড়া, নদিয়া