"গিয়েছিলাম ঢাকায় নারী দিবসে,
ফিরে এলাম বাসায় নারীরই টানে।

উদ্দেশ্যটা ছিল ভালো পরীক্ষা দেওয়া,
ভালো কিছু করে মায়ের মুখে হাসি ফিরে পাওয়া।

বাসায় ফিরে হাসি মুখে রইলাম,
ভালো ফলের আশায়।

ফল প্রকাশের পর দেখি,
আমার ফল নাই।

অবশেষে মায়ের মুখে পেলাম না ফিরাতে হাসি,
তারপরও মা বলে বাবা তোমায় অনেক ভালবাসি।"