মায়ের মুখে প্রথম যেদিন শুনেছিলাম,
মধুর ডাক বাবা।


সেদিন থেকেই মধুর বন্ধনে,
রয়েছি মোরা বাঁধা।


একটু আড়াল হলেই তিনি,
লাগেনা মোর ভালো।


এভাবেই তো মোদের বন্ধন,
অটুট বেশি হলো।


মা যে আমার পরম আপন,
জানেন সেটি তিনি।


তাইতো কোথাও গেলে,
শীঘ্রই ফিরে আসেন তিনি।


এসেই বলেন বাবা তুমি,
কেমন আছো বলো?


এলাম ফিরে তবেই,
যখন তোমার কথা মনে হলো।