রোজার মাসে হৃদয় হাসে,
হাসে বনের ফুল।

সেই হাসিতে একটু হাসতে,
আমিও যে ব্যাকুল।

তাইতো আমি তোমার কাছে,
করেছি ছোট্ট একটা আকুল।

বলো শুধু একটি বার,
যা আমি শুনতে হয়েছি ব্যাকুল।