ত্রিভুবন, ত্রিভুবন, ত্রিভুবন,
সত্যিকারের অনন্য এক ভুবন।
পাহাড় ঘেরা এই বন্দরেতে,
রয়েছে যেমন পর্যটকের টান,
তেমনিভাবে বয়ে যায় দুর্ঘটনার বান।


রাজধানী কাঠমান্ডু থেকে দূরে,
সবে মাত্র ৬ কিলোমিটার।
উপত্যকায় ঘেরা এই বন্দরেতে,
তাইতো বেশি দুর্ঘটনার হার।


চলার আছে প্রায় ৬৩ বছরের অভিজ্ঞতা,
সাথে যোগ হয়েছে আরো ৭০ খানা দুর্ঘটনা।
রাজা মাহেন্দ্র ১৯৫৫ তে করে গেছেন উদ্বোধন,
তখন থেকেই নিয়মিত গ্রাস করে যাচ্ছে ত্রিভুবন।


সর্বশেষ ইউএস-বাংলা হয়ে গেলো গ্রাস,
যেখানে গেল চারটি দেশের অর্ধশত লাশ।