৫ই জুন কলকাতা প্রেস ক্লাবে প্রকাশিত সমাজকর্মী ও সাংবাদিক মোক্তার হোসেন মন্ডলের কাব্যগ্রন্থ 'দুই হাজার একুশ'। তাঁর নিজের ভাষায় "আমরা রেললাইনের ধারে কিংবা প্রত্যন্ত এলাকায় যেসব ঝুপড়ি দেখে 'স্বাভাবিক' বলে এড়িয়ে যাই অথবা দু:খ পেয়ে অন্যজনকে অন্যজনকে এক বোতল জল দিয়ে স্নান করার কাহিনী বর্ণনা করি_এই কাব্যে সেই কথা বলা আছে।"
তাঁর সাংবাদিক জীবনে বিভিন্ন জায়গায় মানুষের বিশেষ করে ছিন্নমূল হয়ে যাওয়া পরিবারগুলির দুর্দশা দেখার অভিজ্ঞতা বর্ণিত হয়েছে মোট ৪২টি ভিন্নস্বাদের কবিতা দিয়ে সাজানো এই কাব্যগ্রন্থটিতে।