একবার মাথার মধ্যে এই লাইনটা এসেছিল "দাসত্বে অভ্যস্ত সমাজের ঔদ্ধত্য মেখে নিয়ে", তখন দেখতাম বিভিন্ন নরনারী যারা নিজেরা একেবারে ব্যক্তিত্বহীন তবুও সুযোগ পেলেই ঔদ্ধত্য দেখাতে ছাড়েনা। অন্যকে ছোট করেই নিজেদের ক্ষুদ্রতাকে ঢাকতে চায়।
তারপর আর কিছু লিখতে পারিনি। কবিতাটিও আর শেষ হল না।