কাল বিশ্ব পরিবেশ দিবস, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব দেশ-ধর্ম-জাতি-মত এসবের উর্দ্ধে উঠে আমাদের এই সুন্দর পৃথিবীর জন্য সচেতন হওয়া।
আজ বিজ্নান অনেক দুর এগিয়েছে, মহাকাশে কিছু সম্ভাবনা থাকলেও কিন্তু এখনো পর্যন্ত পৃথিবীই একমাত্র গ্রহ যাতে বিজ্নানীরা নিশ্চিতভাবে বলতে পারেন প্রাণ আছে। সৌরমণ্ডলের অন্যান্য গ্রহে এখনো বাসোপযোগী কোন প্রযুক্তি পাওয়া যায়নি। তাই পৃথিবীর স্বার্থ আমাদের দেশ-কাল-পাত্র যে কোন কিছুর চেয়ে বড়। আসুন সকলে সজাগ হই।
পরিবেশ রক্ষার্থে বহু মানুষ ত্যাগ স্বীকার করেছেন, কেউ কেউ প্রাণাহুতিও দিয়েছেন।
কেবল একটা দিন কোন দিবস পালনে কোন কিছু সফল হয় না, তাই আসুন সবাই মিলে সুস্থ ভাবনা নিয়ে এগিয়ে চলি।