আমার  পরিচিত এক দাদার কথা বলতে চাই, তার মাথায় কবিতা লেখার ভূত চাপে। খুব কম সময়ের মধ্যে অনেক গুলো কবিতাও লিখে ফেলেএবং এরকম কোন সাইটের কথা জানা ছিলনা। ফলে বন্ধু মহলে ভয়াবহ হাসির পাত্র ছিল।
তা শিল্পী মানুষ দের প্রতিভা বহুমূখী হয়। সে দাদার ও ছিল। তো একদিন রান্না করেছে। মুর্গীর মাংস।
একজন ফুট কেটে উঠল, "আচ্ছা দাদার মত একজন কবিরাজ এটা বানিয়েছে তো একে কি চিকেন কবিরাজি বলা যাবে?"
ফলস্বরূপ বিস্তর অভিমান পূর্ণ বাক্যবর্ষণ করার পর সে বেচারা কবিতা লেখা ছেড়ে দেয়।
নীতিকথাঃ অপাত্রে দান ও অরসিকে শিল্পপ্রদর্শন শুধু অনর্থক নয়, বিপজ্জনক ও হতে পারে।