ধিক তোরে, ওরে অপদার্থ পাপিষ্ঠ পাতক
তোদের জন্য দুরদর্শনের সামনে আমি চাতক
আর তুই কিনা দেখালি এই খেল, হায়!
মাঝ রাত্তিরে হতাশ নয়নে বারি এসে যায়।
করিব না ক্ষমা, তোরে দেয় কে সুযোগ এই আসরে
ধিক, ধিক, শত ধিক্কার তারে।