১৯৩০
আর্জেন্তিনাকে হারিয়ে
উরুগুয়ে নিল
বিশ্বকাপ নিয়ে


১৯৩৪
বিশ্বকাপে এলনা
তাই ইতালি জিতল
উরুগুয়ে পেলনা


১৯৩৮
আবার ইতালি
হাঙ্গেরিকে হারিয়ে
পায় হাততালি


১৯৪২
চলছে বিশ্বযুদ্ধ
বিশ্বকাপ তাই
রয়েছে বন্ধ


১৯৪৬
যুদ্ধ শেষ
তবুও রয়েছে
ধংশের রেশ


১৯৫০
মারাকান্জো ঘটিয়ে
অনেক বছর পরে
বিশ্বজয়ী উরুগুয়ে


১৯৫৪
হারল হাঙ্গেরি
বিভক্ত জার্মানী
কাপ তাদেরই


১৯৫৮
এলেন পেলে
ব্রাজিল পেল
সোনার ছেলে


১৯৬২
চিলির মাঠে
গ্যারিঞ্চা যাদু
কাপ ব্রাজিল ললাটে


১৯৬৬
ইংল্যান্ডের ববি,
ইউসেবিও নন
বিশ্বকাপের রবি।


১৯৭০
পেলের ড্রিবলে
সোনার পরী
চিরতরে ব্রাজিলে


১৯৭৪
বেকেনবাউয়ার
শেষ করলেন
ক্রুয়েফের আশার


১৯৭৮
মারিও কেম্পেস
আর্জেন্তিনার জয়
গর্বিত হয় দেশ


১৯৮২
সক্রেটিস-প্লাতিনি
পারলেন না জেতাতে।
ইতালি গেল কাপখানি


১৯৮৬
মারাদোনা, মারাদোনা
পায়ে বল হাতে কাপ
জয়ী আর্জেন্তিনা


১৯৯০
ম্যথিউজ এইবার
গোলবিরল বিশ্বকাপের
জার্মান দাবীদার


১৯৯৪
মারাদোনা বিদায়
রোমারীওর গোলে
কাপ ব্রাজিল যায়


১৯৯৮
জিনেদিন জিদান
গোল দিয়ে করেন
ব্রাজিল খান খান।


২০০২
জিদান চোটে নাই
বালাক কার্ড সমস্যায়
কাপ ব্রাজিল যায়


২০০৬
গোলরক্ষকদের প্রতাপ
জিদানের লাল কার্ড
ইতালি পেল বিশ্বকাপ


২০১০
মাটিতে আফ্রিকার
বিশ্বজয়ী স্পেন
হল এইবার


২০১৪
লিও মেসি নয়,
গোত্জের গোলে
জার্মানীর জয়।