আজকের কবিতার পাতায় যা প্রকাশ করেছি, তা এই ওয়েবসাইটে ৭৫ তম (কবিতা ও আলোচনা মিলিয়ে) লেখা ছিল। হঠাত্ চোখে পড়ল ৩৬ আর ৩৯ মিলে ৭৫ হয়। আর আলোচনায় এলেখা প্রকাশ করার পর ৭৫ পেরিয়ে যাবে।
অনেকেই কস্ট করে এসে পড়ে গেছেন সেগুলো, মতামতও দিয়েগেছেন। উত্সাহ দিয়েছেন প্রাণ ভরে।
তবে সবচেয়ে ভালো লেগেছিল, এক কবিবন্ধুর দুঃখ ভাগ করে নিতে পেরে। তিনি জীবনের বিপর্যয়ময় অধ্যায় কাটিয়ে 'কালবেলা' নামে কবিতা লিখেছিলেন। সেই অধ্যায়ের স্মৃতিরোমন্থনে চেষ্টা করেছিলাম পাশে থাকতে, পড়তেও দিয়েছিলাম কিছু কবিতা।


শেষে এটুকুই বলতে চাই
"সবারেই স্মরি আমি, সবারেই প্রণতি"।