না,
আপনি এ লেখা পড়বেন,
দুর সুখস্বপ্নেও আশা করিনা।


১৯৭৩ সালের যুদ্ধে
আপনি লড়েছিলেন
আরবদের বিরুদ্ধে


পরবর্তীতে আমন
খুঁজতে সুফিবাদের
নিলেন শরণ।


কিন্তু আপনার প্রয়াস
শুনলো বারবার
নির্দয় পরিহাস।


আপনার স্বদেশ
ছোঁড়ে বিষাস্ত্র
নিয়ে বিদ্বেষ।


আপনার দেশকেই
বা দোষ দেব কেন?
যেখানে নিজেরা নিজেই


মারে আর যায়
কেটে, দিয়ে ধর্মের
আর জাতীয়তাবাদের দোহাই।


কবে থামবে এই রক্ত?
বলা তো এখন,
ভারী শক্ত।


যতদিন বইবে রক্ত শরীরে
ততদিন, নিতে চাইবে ওরা
নানা রঙ্গের পতাকা ধরে।


মিকি কোহেন একজন প্রাক্তন ইজরায়েলি সৈন্য যিনি পরবর্তীতে সুফীবাদে আকৃষ্ট হোন।