গীবত করে
খেয়ে চলেছি রক্তমাংস,
পেট ভরে।


রক্ত ঝরেছে বঞ্চিত শ্রমিকের, যা উত্পাদনে।
করেছি ভোগ, সাজিয়ে গুছিয়ে, বিলাস ব্যসনে।


যা বিক্রীর আয়,
জমা হয়
অসহায় শিশুহত্যায়,
রক্তমাখা সামগ্রী,
লোভনীয় ভেবে বরণ করেছি তায়।


ছিড়ে ছিড়ে খাই,
রক্তমাখা, অশ্রুমাখা
ধোঁয়া ওড়ানো ছাই।
অপার আশারূপী পাপ, পেটে-পিঠে-কাঁধে-মগজে বয়ে নিয়ে যাই।