আমি শক্তিধর কবি নই, নজরুলের লেখায় সুরে আব্বাসউদ্দীনের মত গেয়ে উঠতে পারিনা 'রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ' বা 'ঈদের দিনের খুশিতে তোর পরান আছে ছেয়ে।' তবুও আমার আনন্দ-দুঃখ আমার মত করেই বলতে চাই। ঈদ সবার ভালো কাটুক। ইউক্রেন-নাইজেরিয়া-ফিলিস্তিন-সিরিয়া-ইরাক...জুড়ে  তানাশাহী মচিয়ে রাখা লোকেরা এবং ধৃতরাষ্ট্রের বর্তমান সংস্করণ রাষ্ট্রসংঘ শুভবুদ্ধি নামক বস্তুটির সাথে পরিচিত হোক। এই প্রার্থনা করি। আমীন