লোভেই কি হবে সব বাঁটোয়ারা?
লোভেই কি হবে সব যোগ সারা?
এক পাথরের ঘরে
এক কাঠের দেরাজের তরে
দুরুদুরু যেন করে
এই হৃদমাঝারে
বাসর রাতের চাদর
টেনে পুরোটাই বরাবর।
মোদের স্বপন পুরীতে আর কি উড়তে পারে
জেল্লা নিয়ে কোন কেতন?
কিম্বা নিশান নিয়ে রক্তাভ বরণ?
সবাই মোরা চিন্তাশীল,
এক বিন্দু নীলিমার
দেবে কি পরশ উষ্ণতার?
করবে নাতো সীমা পার?
যেভাবে কথা দিয়েছিলাম,
যেভাবে কথা দিয়ে থাকি
সুখেই থাকবো যাই মিলুক
যা শুধু এই দুনিয়াতেই পেয়ে থাকি।


মূল জ্যাসন কসটন
তিনি মূলত সৌখিন কবি। https://www.quora.com/Jason-Coston
Is it greed if we all share it?
Is it greed if we can pare it
Down to one stone cabin,
One wooden drawer to spoon in,
One tender drum
Under the sternum,
One wedding quilt
Drawn to the hilt?
Can some other flag be flown
Through the black skies of our sleep,
Than our beds full of skulls and crossed bones?
Perhaps a flag starred with bright thought,
Or one striped with a red marrow-deep?
For all we’ve striven and fought,
Could the cold void afford
Us one blue dot?
Would it get too bored?
Would it get too hot?
What if we gave it our word,
The way we gave one another,
That we would be happy, whatever we got?
That we’d need one world and no other?