ভাবছেন বাংলা কবিতার আলোচনায় সত্যজিত রায় কেন?
আছে আছে, কারণ আছে।
'হীরক রাজার দেশে' মনে পড়ে? কিম্বা 'রয়াল বেঙ্গল রহস্য'র সেই গুপ্তধনের সঙ্কেত? বা 'গুপি গাইন বাঘা বাইনে'র 'তৃতীয় সুর ষষ্ঠ সুর, গুপী চলে বহুদুর।'


উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সুযোগ্য পৌত্র আর সুকুমার রায়ের সুযোগ্য পুত্র সত্যজিত রায় তাঁর চলচ্চিত্র পরিচালনা, সঙ্গীত পরিচালনার পাশাপাশি যে অক্ষয় কাব্যপ্রতিভার সাক্ষর রেখেগেছেন তা প্রায় অনালোচিত ও অনুল্লেখিতই থেকে গেছে।
তাঁর পরিচালিত বেশ কিছু ছবির সঙ্গীতের কথা তাঁরই।
'হীরক রাজার দেশে' ছবিতে বহু সঙ্গলাপই ছিল ছড়াতে। সেগুলি আজো কিংবদন্তীসম হয়ে আছে।
তাই কেবল কবি প্রতিভার জন্যই তিনি সমাদৃত হয়ে থাকবেন।