একই দেহে বয়ে বেড়াচ্ছি
বারবার মরে যাওয়া,
আবারও নতুন কামনা নিয়ে
ফিরে আসা আত্মাকে।
জীবননদীর কুল ছাপিয়ে যায়,
প্রলয়বানে, অশ্রুপ্লাবনে,
দীর্ঘশ্বাসের তুফানে।
ভেতরের নীল বন্দরে
তবুও এসে দাঁড়ানো কোন
ছোট্ট খেয়া তরীর আহবানে
বৈঠা তুলে নিতে হয় মনমাঝিকে।
বারবার মরে গিয়েও
পূনর্ভবা এই জীবননদীতে
যাত্রা শুরু হয় আবার নতুন করে।