সুপ্রিয় এডমিনমন্ডলী, আশা করি সপরিবারে কুশলে আছেন।
একটা বিষয় নজরে এলো। আমরা ছোটবেলায় ভাবসম্প্রসারণের জন্য পড়তাম,
কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর ?
মানুষেরি মাঝে স্বর্গ নরক, –মানুষেতে সুরাসুর !"
এই অংশটি "স্বর্গ ও নরক" কবিতা থেকে নেওয়া হয়েছে। যার লেখক ছিলেন শেখ ফজলল করিম।
এই বিশিষ্ট কবির রচনা আমাদের আসরে সেভাবে পাওয়া যাচ্ছে না। আমি ওনার আরও কবিতা খ্যাতিমান কবির অংশে দিতে অনুরোধ করছি।
কবি দীর্ঘদিন আগে প্রয়াত হয়েছেন। তাই ওনার রচনা সংগ্রহে কপিরাইট সমস্যা থাকার কথা নয়।
আশা করবো এডমিনমন্ডলী বিষয়টি বিবেচনা করে দেখবেন।