আমাদের গাঁয়ে ভরা
আছে কত যাদুরে।
দিকে দিকে বাস ঝার,
থাকে সেথা নিশাচার।
সবুজ গাছে ঘেরা,
মাঠ ঘাস-মাদুরে।
আমাদের গাঁয়ে ভরা
আছে কত যাদুরে।
ডোবাপারে কাশবন,
কেড়ে নেয় মম মন।
দুপুরেতে আকাশেতে
চিল ডাকে আদোরে।
আমাদের গাঁয়ে ভরা
আছে কত যাদুরে।
আঁকাবাকা মেঠোপথে,
গান গায় দুর হতে,
পালকিতে দুলে দুলে
বয়ে নব বধুরে।
আমাদের গাঁয়ে ভরা
আছে কত যাদুরে।
ঝাকে ঝাকে সাদা বক
লাগে কত চকচক,
বেলা শেষে দলবেদে
যায় উড়ে সুদুরে।
আমাদের গাঁয়ে ভরা
আছে কত যাদুরে।
ফালগুণে গুণগুণে,
মৌমাছি মধুবনে।
কোকিলেরা সুর তোলে,
গানে ভরা মধুরে।
আমাদের গাঁয়ে ভরা
আছে কত যাদুরে।