- মুলঃ সায়ীদ আবুবকর
- ভাবানুবাদঃ আবু ছায়েম

মোর বাগিচায় চাষ করেছি,
গোলাপ অনেক গুলো।
একটি মালা দেবো তোমায়,
চিন্তা মনে ছিলো ।
যখন তোমার নাম শুনিলো,
ফুল ছিলো মোর যত,
লাজে সবে পড়লো ঝরে
মৃত পাতার মত


এখন তোমার জন্য রয়েছে শুধু কাটা।


পাখ পাখালী পুষেছিলাম
আমি আমার বনে।
তোমায় তাদের গান শুনাবো,
এমন আশা মনে।
কিন্তু যখন সেই পাখিরা
নামটি তোমার শোনে,
সবাই তারা মরলো পরে,
দুঃখ নিয়ে মনে।


এখন তোমার জন্য রয়েছে শুধু ঘৃণা।