অঙ্গ তাহার শ্যামল বরণ,
কাজল কালো আখি ।
কন্ঠ তাহার মিষ্টি মধুর,
যেনো ময়না পাখি ।
হস্তদুটি মস্তবরো
লম্বা তাহার চুল ।
প্রাণজুরাণো হাসি যেন,
রাঙ্গা গোলাপ ফুল ।
বন্ধুসুলভ স্বভাব তাহার,
চপল খেয়াল মতি ।
লম্বামুখে ছিপছিপে নাক,
রুপ করেছে অতি ।
এই মেয়েটি হাসলে তখন,
মুক্তা ঝরে মুখ ।
মুখটা তবে মলিন হবে,
একটু খানিই দুখে ।
রুপে গুণে সকল মেয়ে ,
তাহার কাছে দেনা ।
শাপলা নয় গোলাপ নয়
নাম হলো তার হেনা