মেঘলা আঁকাশ শীতল হাওয়া
বইছে সবার তরে ।
সবাই জানি ঈদুল ফিতর
কয়েকটা দিনপরে ।
ব্যস্ত তুমি ব্যস্ত আমি
ব্যস্ত নানান কাজে ।
মার্কেটে ভীর নেমেছে
আবার এরই মাঝে ।
প্রিয়জনকে দেবে বলে
কিনছো বলো কে কি?
তোমার সাথে আমার কেনার
মিলছে কিনা দেখি।
তোমার বাড়ীর পাশে থাকে
যত গরীব ছেলে ।
খুশির জোয়ার বয়ে দিতো
ছোট্র কিছুও পেলে ।
দেখতো ভাই যায়কি দেওয়া
তাদের জন্য কিছু ।
এই খুশিতো সবার তারা
পরবে কেন পিছু ।