হিরার তরী ভেসে ঐ
       নীলিমার নীল আকাশে,
খুশির বার্তা নিয়ে এলো
             রমজানেরই শেষে।
মেঘের মাঝে লুকোচুরি
            খেলছে যেন ভেসে,
মিশতে হবে সবার সাথে
             বলছে যেন হেসে।
হিংসা বিদ্বেষ ভুলে সবে
              হাতে রেথে হাত,
সুদৃঢ় কর ভ্রাতৃ প্রণয়
              বলছে যেন চাঁদ।
ঈদের খুশিতে মেতে উঠুক
ধণী গরীব সবে,
দুর হয়ে যাক জগড়া বিবাদ
সবাই সমান ভবে।