মোদের তরে আবার এলো
মহররম ফিরে,
বিশ্ব জাহান ফিরছে যেন
ফোরাত নদীর তীরে।
ভেসে আসে কর্ণে মোর
সেই হাহাকার ধ্বণী,
এই ভুঝি কাদছে মোর
নবীর নয়ন মনি।
কেমন করে জীবন দিল
নবীর জানের জান,
কারবালার ঐ মৃত্তিকা
রক্তে ভাসমান।
আজো ভবে দেখ কত
এজিদ সেনার ভক্ত;
তাদের দেহে বইছে যেন
সেই সিমারের রক্ত।
আজকে মোদের কথা ছিল
রইবো মোরা উর্ধ্বে
পারবেনা কেউ শীর উঠাতে
মুসলমানের শীর্ষে।
শিক্ষা নিয়ে কারবালার
আবার উঠো জেগে,
শীর উঠিয়ে হাত মুঠিয়ে
চল উল্কার বেগে।