দুঃখ দিয়ে লাভ কি তোমার,
ভেবে নাহি পাই ।
নীরব মনে দুঃখের বোঝা
শুধুই বয়ে যাই ।
আমার বুঝি দুঃখের সীমার
নাইরে কোন অন্ত ।
আর কত কাল দুঃখ দিয়ে
হবে তুমি ক্ষান্ত ।
চোখের জল ঝরে ঝরে
হলো বুঝি শেষ ।
আমায় তুমি দুঃখ দিয়ে
আছো দেখি বেশ ।
দুঃখের উপর দুঃখ দাও
সাজার উপর সাজা ।
কষ্টের সাগরে ডুবাইয়া মোরে
পাও বুঝি খুব মজা ।
দিবাই যখন দুঃখ তবে
সহিবার দাও শক্তি ।
বরণ করে নেবো সবই
নাই যেহেতু মুক্তি ।
ইহকালেই দুঃখ দাও
পরকালে নয় ।
পরকালে এই গোলামের
হয় যেন গো জয় ।