কনকনে এ শীতের মাঝে
দুধের পিঠার ধুম,
ভাঙ্গিয়ে দেয় কাথার মাঝের
মিষ্টি মধুর ঘুম ।
পুকুর পারে খেজুর গাছে
রস ভরা ঐ হাড়ি,
লেপের ভিতর ছোট্র খোকার
নিদ নিয়ে যায় কাঁড়ি ।
মাঠের মাঝে ঘাসের বুকে
শিশির বিন্দুর খেলা,
এক নিমিসেই হারিয়ে দেয়
মিষ্টি মধুর বেলা ।
অভাক আমি যতই দেখি
লাগে ততোই বেশ ।
আমার দেশের রুপের কভু
হইবে নাকো শেষ ।